Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকা এখনো ফাঁকা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ২১:৩২

ঢাকা এখনো ফাঁকা

ছবি : সংগৃহীত

ঈদুল আযহার ছুটি শেষে রাজধানীতে আসতে শুরু করেছেন মানুষ। এরপরও রাজধানীর অধিকাংশ সড়ক ফাঁকা। চিরচেনা যানজট ছাড়াই স্বস্তি নিয়ে চলাচল করছেন সবাই।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সপ্তাহের শেষ কর্মদিবসে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে এমন চিত্র।

রাজধানীর ব্যস্ততম এলাকা মিরপুর, ফার্মগেট, শাহবাগ ও পল্টনে দেখা যায়নি যানবাহনের চাপ। মহাখালী, কুড়িল, বিমানবন্দর সড়কেও নেই যানজট। কাউকে অপেক্ষা করতে হয়নি ঘণ্টার পর ঘণ্টা। বাড্ডা, রামপুরা এলাকায় যানবাহনের চাপ থাকলেও ছিল না যানজট। গাড়ির চাপ নেই সাতরাস্তা, মগবাজার, কাকরাইল এলাকায়ও।

বাড্ডায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, গুলশান-বাড্ডা এলাকায় যানবাহনের চাপ তেমন নেই। থেমে থেমে গাড়ি চলছে। মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আমরা তৎপর আছি।

বনানী এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. মাহমুদুল হক বলেন, ঢাকা সিটিতে কোনো যানজট নেই। তবে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার পথে যানবাহনের সামান্য চাপ আছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫