Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৪৬

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৮

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৪৬

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৩৯৮ পিস ইয়াবা, ৫২ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৫০৮ গ্রাম গাঁজা ও ১৬ বোতল ফেনসিডিলসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫