ঢাকা শহরের আশপাশে ৫৪টি কমিউনিটি স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে চলমান ডেঙ্গুরোগীর চিকিৎসা প্রদানে হাসপাতাল পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, এছাড়া মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালকে জেনারেল হাসপাতাল করা হবে।
তিনি আরো বলেন, ক্লিনিকগুলোতেই ছোটখাটো সমস্যার সমাধান হবে। জরুরি হলে জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হবে। সেভাবেই একটা প্রস্তাবনা মন্ত্রণালয়ে পেশ করেছি। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।
মেয়র আরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ও সিত্রাংয়ের ফলে এডিস মশা বেড়ে গেছে। আমরা ডেঙ্গু প্রতিরোধে কাজ করে যাচ্ছি। জনসচেতনতা তৈরিতে মতবিনিময় সভা করা হচ্ছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ডিএনসিসি কমিউনিটি ক্লিনিক ডেঙ্গু
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh