Logo
×

Follow Us

বাংলাদেশ

এইচএসসি পরীক্ষা চলাকালীন ডিএমপির নিষেধাজ্ঞা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ২০:০৫

এইচএসসি পরীক্ষা চলাকালীন ডিএমপির নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ছবি: ফাইল

আগামী রবিবার (৬ নভেম্বর) থেকে সারা দেশে এক যোগে শুরু হতে যাচ্ছে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে রাজধানীর কেন্দ্রগুলোতে পরীক্ষা চলাকালীন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিবেশ নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিষেধাজ্ঞায় বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা চলার সময় কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ আদেশ আগামী রবিবার (৬ নভেম্বর) থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে।

প্রসঙ্গত, চলতি বছর মোট ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৩ হাজার ৪০৭ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। এ বছর মোট দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫