Logo
×

Follow Us

বাংলাদেশ

মৌচাকে জামায়াতের মিছিলে বাধা, সংঘর্ষ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২, ১৫:১০

মৌচাকে জামায়াতের মিছিলে বাধা, সংঘর্ষ

পুলিশের সাথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

রাজধানীর মৌচাকে মিছিলে বাধা দিলে পুলিশের সাথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। 

আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মগবাজার থেকে জামায়াতের একটি মিছিল বের হয়। মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় কিছুটা পিছু হটে। পরে তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে। 

এসময় পুলিশের সাথে জামায়াত কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

জামায়াতে ইসলামীর আজ ঢাকাতে কোনো মিছিলের অনুমতি নেই বলে দুপুরে পল্টনে জানিয়েছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এ কে এম হাফিজ আক্তার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫