রাজধানীর আরো ১৫ পরিবহনে চালু হচ্ছে ই-টিকিটিং

রাজধানীবাসীর গণযোগাযোগের জন্য একমাত্র ভরসা বাস। ঢাকা দাপিয়ে বেড়ানো কয়েকটি পরিবহনের বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু হয়েছে। প্রথম পর্যায়ে সেগুলো চালু করা হয়। এবার দ্বিতীয় পর্যায়ে শহরের বেশ কয়েকটি রুটে আরো ১৫টি বাসে ই-টিকিটিং ব্যবস্থা শুরু করতে যাচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

আগামীকাল সোমবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় এ বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ রবিবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের স্বাক্ষরিত এক আমন্ত্রণ পত্রে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মোহাম্মদপুর, মিরপুর, গুলিস্তান ও আজিমপুর অঞ্চলের ১৫টি পরিবহন কোম্পানিতে এই ই-টিকিটিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে ঢাকার পরিবহন মালিকদের এই সমিতি। এ বিষয়ে পরিবহন মালিকরা সমিতির সিদ্ধান্তে একমত হয়েছেন।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগরীতে দ্বিতীয় পর্বে ১৫টি পরিবহন কোম্পানিতে ই-টিকিটিং চালুর বিষয় সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ উপস্থিত থাকবেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //