Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীতে মাদকসহ আটক ৪৪

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ১০:১৩

রাজধানীতে মাদকসহ আটক ৪৪

মাদকবিরোধী অভিযান। ছবি: ফাইল

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১ হাজার ১৩১ পিস ইয়াবা, ১৯৩ গ্রাম ৬৫ পুরিয়া হেরোইন, ১০ বোতল ফেনসিডিল, ১০ কেজি ১২৫ গ্রাম গাঁজা, ৫ লিটার দেশিমদ ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মিহানগর পুলিশের এই কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫