রাজধানীর উত্তরায় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করে নেয়া ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকার সিংহভাগই উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৯ কোটি বলে জানা গেছে।
এ ঘটনায় টাকা পরিবহনের দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা সংস্থা মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের ২ পরিচালকসহ ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং একটি গাড়ি জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় খিলক্ষেত এলাকায় এক ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদ এ তথ্য জানান।
এর আগে, সকালে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এটিএম মেশিনে টাকা রিফিল করতে যাওয়ার পথে ওই টাকা ছিনতাই হয়।
ডিবি প্রধান বলেন, আমরা ৩টি ট্রাঙ্কে থাকা প্রায় ৯ কোটি টাকা উদ্ধার করেছি এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত খিলক্ষেত থেকে একটি গাড়িও জব্দ করেছি। বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।
তিনি আরো বলেন, আমরা কিছু নাম পেয়েছি। মানি প্ল্যান্টের ২ পরিচালকসহ আটকদের জিজ্ঞাসাবাদের পর আমরা ঘটনার রহস্য উদঘাটন করতে পারব।
জানা যায়, তুরাগের ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজের ওপর বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সোয়া ৭টায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই গাড়িতে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল।
ছিনতাইয়ের পর ঘটনাস্থল থেকে এক হাজার গজ দূরে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় গাড়িটি ফেলে রেখে অন্য একটি কালো মাইক্রোবাসে করে চার ট্রাঙ্ক টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
পরে খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে ছিনতাইয়ে ব্যবহৃত ঢাকা মেট্রো–চ ২০-০৭৫৬ নম্বরের গাড়িটি ৯ কোটি টাকার বেশিসহ আটক করা হয়। এ সময় গাড়ি থেকে চালকসহ দুজনকে আটক করে ডিবি পুলিশ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh