স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘স্বাধীনতা’ অনুপ্রেরণা ও সাহস যোগাবে: আইইবি

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে সারাবিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলাদেশ। স্বাধীনতা অর্জনের ৫২ বছরে বাংলাদেশের অর্জন অনেক। দেশের অর্জন ও উন্নয়নে প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা। কষ্টার্জিত স্বাধীনতা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনুপ্রেরণা ও সাহস যোগাবে।  

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ রবিবার (২৬ মার্চ) রাজধানীর রমনায় আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশের (আইইবি) নেতারা এসব কথা বলেন।

আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের জন্ম হয়েছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। 

আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু বলেন, আজকের এই দিনেই বাংলাদেশের জনসাধারণ মুক্তির দিশা পেয়েছিল। দেশের স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছে। এবার আমাদের লক্ষ্য স্মার্ট সোনার বাংলা তৈরি করা। 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল হক মঞ্জু বলেন, স্বাধীনতার সংগ্রামে এদেশের প্রকৌশলীরা যেমন ভূমিকা রেখেছিল ঠিক তেমনিভাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরা কাজ করে যাচ্ছে।   

আইইবি চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শুরু হয়। পরে আইইবির নেতৃবৃন্দ ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। সবশেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও দেশবাসীর মঙ্গল কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ও আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামানের, আইইবির ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাসার, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, সম্পাদক প্রকৌশলী মো. মিছবাহুজ্জামান চন্দন, যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. নাসির উদ্দিনসহ আইইবির বিভিন্ন বিভাগের নবনির্বাচিত কমিটির সদস্যসহ ও আইইবি এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সকল নেতৃত্ববৃন্দ। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //