Logo
×

Follow Us

বাংলাদেশ

এবার বায়তুল মোকাররম মার্কেটে আগুন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ১৫:২১

এবার বায়তুল মোকাররম মার্কেটে আগুন

প্রতীকী ছবি

বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইনে আগুনের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১৭ এপ্রিল) ২টা ৫৩ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তারা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। কাজ করছে।

এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না তা জানা যায়নি।

এর আগে এদিনই ঢাকার উত্তরায় বিজিবি মার্কেটে আগুন লাগে। সকাল ১০টা ২৫ মিনিটে ওই আগুন ধরার খবর পাওয়াার পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুপুরে আগুন লাগার খবর এসেছে নারায়ণগঞ্জের একটি কারাখানাতেও। ওই আগুনও নিয়ন্ত্রণে এসেছে।

গত কয়েকদিন ধরেই রাজধানীর কয়েকটি মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বড় আগুন ছিল বঙ্গবাজার ও নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটের আগুন।

ওই দুই আগুনই লেগেছে বেশ সকালে। এসব আগুনে কোনো প্রাণহানির খবর না মিললেও আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা।

মার্কেটের আগুন নিয়ে সরকারি দল ও বিরোধীদের পক্ষে একে অপরকে দোষারোপ করা হচ্ছে। তবে কীভাবে আগুন লেগেছে বা কারা এর জন্য দায়ী তা নিয়ে কর্তৃপক্ষ এখনও তদন্ত করছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫