সপরিবারে সিঙ্গাপুর গেলেন ডিবির হারুন

স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সিঙ্গাপুর গেছেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

গত ৮ জুন (বৃহস্পতিবার) রাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্য দেশত্যাগ করেন। পরিবারের সদস্যদের নিয়ে সেখানে তোলা ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। 

এর আগে গত ১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা তার ১৩ দিনের ছুটি মঞ্জুরের প্রজ্ঞাপন জারি করে। সিনিয়র সহকারী সচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে হারুন ও তার স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গমনের কথা উল্লেখ করা হয়। 

ওই প্রজ্ঞাপন জারির পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে নানা আলোচনা ছিল হারুন অর রশীদের বিদেশ সফর নিয়ে। তিনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন এমন কথা বলেন কেউ কেউ। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন হারুন। 

উদ্ভুত পরিস্থিতিতে ডিআইজি হারুন অর রশীদ সাংবাদিকদের তার কার্যালয়ে ডেকে বলেন, একটি অশুভ চক্র যে কাজটি করছে এটি সম্পূর্ণ গুজব। নিজস্ব মনগড়া তথ্য দিয়ে ফেসবুকে ভিউ বাড়াতেই এমনটা করা হচ্ছে। তাদের মূল উদ্দেশ্যে টাকা কামানো ও পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh