
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: সংগৃহীত
রাজধানীর গোলাপবাগ মাঠে মহাসমাবেশ না করলে, বিএনপিকে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ বুধবার (২৬ জুলাই) রাতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এদিকে জনদুর্ভোগ এড়াতে একদিন পিছিয়ে আগামী শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর আগে, বৃহস্পতিবার (২৭ জুলাই) এই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ডিএমপি কমিশনার বলেন, নয়াপল্টনে কোনো অনুমতি দেওয়া হবে না। ছুটির দিনও যদি তারা করতে চায়, সে জন্যও নতুন করে আবেদন করতে হবে। পরিবেশ-পরিস্থিতি বুঝে আবেদনের পর সিদ্ধান্ত জানানো হবে।
খন্দকার গোলাম ফারুক বলেন, গোলাপবাগে সমাবেশ করবে না, তা-ও বিএনপি এখন পর্যন্ত আমাদের জানায়নি। তাই পরবর্তী সময় দলটির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
প্রসঙ্গত, সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে সপ্তাহখানেক আগে ঢাকায় ২৭ জুলাই মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এ জন্য রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়ে আবেদন করেছিল দলটি।
কিন্তু দিনটি ‘কর্মদিবস’ উল্লেখ করে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেয় ডিএমপি। উদ্ভূত পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে বুধবার বিকেলে বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। সেখান থেকে নয়াপল্টনে সমাবেশ করতে নতুন তারিখ ঘোষণা করে।