দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে শুরু থেকেই কাজ করছে সিটি করপোরেশন। এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাথে যুক্ত হয়ে কাজ করলো দেশের নাম্বার ওয়ান রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’।
গত ২২ আগস্ট থেকে ২৪ আগস্ট অবধি টানা তিনদিন রাজধানীর মিরপুর শেওরাপাড়া, মিরপুর ১, কাজীপাড়া, মনিপুরসহ বেশ কিছু এলাকায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হয়ে কাজ করেছে ‘স্বপ্ন’। এসব এলাকার অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত পানির পাত্র ধ্বংস অথবা উলটে রাখা, ওয়াসার পানির মিটারে জমা থাকা পানিতে মশা ডিম পড়ে বংশবিস্তার করে, লিফলেট বিতরনের মাধ্যমে মানুষকে সচেতন করা, পানির মিটারে মাসে একবার নোভালিউরোন ট্যাবলেট প্রয়োগ করার কাজে সিটি করপোরেশনের সাথে যুক্ত হয়ে টানা তিনদিন কাজ করেছে ‘স্বপ্ন’।
এসময় সিটি করপোরেশন থেকে ডাক্তার মাহমুদা আলী, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ৫০ জন স্বপ্নযোদ্ধা স্বেচ্ছাসেবী হিসেবে এই কার্যক্রমের সাথে যুক্ত হয়।
স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির নাসির বলেন, দেশে উল্লেখযোগ্য হারে ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে। বিভিন্ন বয়সী মানুষের সাথে সাথে শিশুদেরও মৃত্যুর হার বাড়ছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে প্রাইভেট সেক্টরেরও এগিয়ে আসা উচিত বলে মনে করছি। তাই সিটি করপোরেশনের কর্মীদের সাথে স্বপ্নর স্বেচ্ছাসেবী কর্মীরাও যোগ দিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় ডেঙ্গু মোকাবেলায় একযোগে কাজ করছেন।
উল্লেখ্য যে, এই কার্যক্রম শুরুর আগে স্বপ্ন একটি ট্রেনিং অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে এই ৫০ জন স্বেচ্ছাসেবী ডেঙ্গু মোকাবেলায় করণীয় পদক্ষেপ বিষয়ে ট্রেনিং নেন। আর এই ট্রেনিংটি পরিচালনা করেন ডাক্তার মাহমুদা আলী, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি করপোরেশন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : স্বপ্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন ডেঙ্গু
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh