ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল বিজনেস সামিট

প্রবাসীদের অধিকার রক্ষায় জাতীয় পর্যায়ে আগামীকাল রবিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল বিজনেস সামিট। দিনব্যাপী এ সামিট রাজধানীর হোটেল ইন্টার কনটিনেন্টালে অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান এনআরবি সিআইপি এসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. মাহতাবুর রহমান।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনআরবি সিআইপি এসোসিয়েশনের সহ-সভাপতি তাথেইয়া কবীর, মো. ইয়াছিন কবির সাধারণ সম্পাদক, নোমান পলাশী, সাংগঠনিক সম্পাদক এম আর খান শাহীন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আশরাফুর রহমান, মো. মনির হোসেন, আবুল কালাম আজাদ, পারভেজ মো. আমানুল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম লিটন, মো. আবুল খায়ের মিয়া, শাহ্ আলম শাহীন, মো. জিনাত হোসেন এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

সভাপতির লিখিত বক্তব্যে প্রেসিডেন্ট মো. মাহতাবুর রহমান বেশ কিছু দাবি জানান। দাদিগুলো হচ্ছে - অসহায় প্রবাসীর মৃতদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে প্রেরণ করা। যেসব প্রবাসী যারা ২০ থেকে ৩০ বছর পরে দেশে ফেরত যাবে তাদের জন্য প্রবাসী ভাতা চালু করা। প্রবাসী বীমা কন্টিনিউ করার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া, বৈধ পথে রেমিটেন্স পাঠালে সরকারের পক্ষ থেকে যেই ২.৫% ইন্সেন্টিভ দেওয়া হচ্ছে তার একটি অংশ প্রবাসীদের জন্য জমা রাখা। অতিসত্বর সরকারের রিজার্ভ আরো বৃদ্ধি করার লক্ষে কোন ধরনের সীমারেখা না রেখে ওয়েজ আর্নার বন্ড বিক্রয়ের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে এবং ডলার সংকট নিয়ে গুজব বন্ধ করা। সরকারি প্লট এবং ফ্ল্যাট ক্রয় করার ক্ষেত্রে প্রবাসীদেরকে অগ্রাধিকার দিতে হবে এবং স্বল্প সুদে প্রবাসীদের জন্য লোন বরাদ্দ দিতে হবে।

প্রবাসীদের জন্য আলাদা ইকোনমিক জোন তৈরি করতে পারে তাহলে অনেক ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবেন। তাতে করে বাংলাদেশে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সরকারের নেওয়া প্রবাসীদের ব্যাপারে যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নীতি নির্ধারণী কমিটিতে প্রবাসীদের পক্ষ থেকে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন কে অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এবং মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রবাসীর সন্তানদের আলাদা কোটা রাখতে হবে। প্রবাসীরা বিদেশে বসে দূতাবাসের মাধ্যমে ভোটার আইডি কার্ড করার সুযোগ করে দিতে হবে। ইতিমধ্যে কিছু দেশে ভোটার আইডি কার্ড চালু করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল, সকল দেশে প্রবাসীদেরকে ভোটার আইডি কার্ড করার সুযোগ করে দিতে হবে।

প্রবাসীরা বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করার প্রক্রিয়া আরও সহজ করতে হবে। পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধ করতে হবে। যে সকল প্রবাসীর সন্তানরা বিদেশে জন্মগ্রহণ করে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধনের নামে পুলিশ ভেরিফিকেশন তুলে নিতে হবে।

প্রবাসীদের ছেলেমেয়েরা বিদেশের মাটিতে পড়ালেখার ক্ষেত্রে সরকারি খরচে স্কুল কলেজ সংখ্যা আরো বৃদ্ধি করতে হবে। প্রবাসী অসুস্থ শ্রমিকদের দেশে প্রেরণ করার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা প্রদান করতে হবে। বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতার ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে তালিকা তৈরি করে নিম্নআয়ের প্রবাসী শ্রমিকদের পরিবারকে আর্থিক সহযোগিতার আওতায় আনতে হবে।

বাংলাদেশে বিমানবন্দরগুলোতে প্রবাসী হয়রানি বন্ধ করতে হবে। সরকারের সকল মন্ত্রণালয়ে প্রবাসীদেরকে সার্ভিস দেওয়ার জন্য প্রবাসী সহায়তা-ডেক্স চালু করতে হবে।

বিদেশের মাটিতে যে সকল প্রবাসী উদ্যোক্তা বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতেছেন, তাদেরকে বাংলাদেশে সামাজিক মর্যাদায় সম্মানিত করে উৎসাহিত করতে হবে।

বিশ্বের অনেক দেশে বাংলাদেশে অতিরিক্ত রেমিট্যান্স প্রেরণ করার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ থাকে সে ক্ষেত্রে পরিবারের সদস্যদের মাধ্যমে দেশে টাকা প্রেরণ করলে তা পরিবারের কর্তা ব্যক্তির নামে অন্তর্ভুক্ত করে সিআইপি আবেদন করার সুযোগ করে দিতে হবে।

প্রবাসীরা আয়কর দিতে গিয়ে অনেক হয়রানির শিকার হচ্ছে, সেই ক্ষেত্রে প্রবাসী করদাতা গনকে হয়রানি বন্ধ করে সহজ প্রক্রিয়ায় কর প্রদান করার ব্যবস্থা করতে হবে।

বিশ্বের সকল দেশে দূতাবাস গুলোকে আরো গতিশীল করে হুন্ডি প্রতিরোধ করার জন্য দূতাবাস কর্তৃক প্রবাসীদের পরামর্শ গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা বলার জন্য মহান জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধি নিয়োগ দিতে হবে।

মো. মাহতাবুর রহমান বলেন, আমাদের বিশ্বাস সরকার যদি প্রবাসীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করেন, তাহলে প্রবাসীদের মাঝে সরকারের ভাবমূর্তি অনেকাংশে বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ অনেকাংশে বেড়ে যাবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //