জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের জন্মবার্ষিকী ও 'শেখ রাসেল দিবস ২০২৩' যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) শহিদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে এদিন সকাল সাড়ে সাতটায় সমাজসেবা অধিদপ্তর প্রাঙ্গণে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল নয়টায় আলোচনা সভা। উপলক্ষ্যে আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশারাফ আলী খান খসরু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মো. খায়রুল আলম সেখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখবেন সমাজসেবা অধিদপ্তর মহাপরিচালক (গ্রেড-১) ড. আবু সালেহ্ মোস্তফা কামাল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh