
আগুনে পুড়ে যাওয়া ভবন। ছবি: সংগৃহীত
রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় দায়ের করা মামলায় ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুলসহ বেশকয়েকজনকে আটক করেছে রমনা থানা পুলিশ। মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আজ শনিবার (২ মার্চ) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর আগে গ্রিন কোজি কটেজে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতদের আসামি করে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়ে।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় আটকদের মধ্যে আছেন ‘চুমুক’ নামের খাবার দোকানের দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রিমন ও ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের ম্যানেজার মো. জিসান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর দগ্ধ হন অন্তত ২২ জন।