Logo
×

Follow Us

নগর

কোটা সংষ্কার আন্দোলন

সংঘর্ষ-সহিংসতায় পুলিশের ৩ সদস্য নিহত, আহত ১১৩১

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৮:২৩

সংঘর্ষ-সহিংসতায় পুলিশের ৩ সদস্য নিহত, আহত ১১৩১

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতায় সারাদেশে পুলিশের অন্তত তিনজন সদস্য নিহত হয়েছে। প্রতীকী ছবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতায় সারাদেশে পুলিশের অন্তত তিনজন সদস্য নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন ১ হাজার ১৩১ জন পুলিশ সদস্য। গতকাল বুধবার (২৪ জুলাই) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানান।

ইনামুল হক সাগর বলেন, সহিংসতা মোকাবিলা করতে গিয়ে সারাদেশে পুলিশের প্রায় ১ হাজার ১৩১ জন সদস্য আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের আইসিইউতে রাখা হয়েছে।

এদিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি বেশিরভাগ পুলিশ সদস্যের মাথায় আঘাত রয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের সময় অন্তত ২৭৭ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এসেছেন। এদের মধ্যে ৮৩ জনকে ভর্তি করা হয়। তবে বর্তমানে ৬৯ জন ভর্তি রয়েছেন। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।

অপরদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ২৩৫টি পুলিশি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে বিভিন্ন থানা ও ফাঁড়িও রয়েছে। পাশাপাশি আন্দোলনের সময় এপিসিসহ পুলিশের অন্তত ২৩৬টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫