কোটাবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে আছে গোটা দেশ। তবে চলমান এ আন্দোলনে প্রভাব পড়েনি আকাশ পথে। সারাদিন দেশীয় ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল করেছে। কোনো ফ্লাইট বাতিল হয়নি বলে জানিয়েছেন হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচলক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
আজ রবিবার (৪ আগস্ট) বিকেলে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
কামরুল ইসলাম জানান, সকাল থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল অব্যাহত আছে। আজ আন্তর্জাতিক রুটে ৭৭টি ফ্লাইট শাহজালালে নেমেছে এবং বিভিন্ন গন্তব্যে ৭৫টি ফ্লাইট পৌঁছেছে। মোট ১৫২টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। একইভাবে অভ্যন্তরীণ রুটে ৫৯টি ফ্লাইট নেমেছে এবং ৫৯টি বিভিন্ন রুটে রওনা হয়ে পৌঁছেছে। আজ কোনো ফ্লাইট বাতিল হয়নি।
উল্লেখ্য, শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা আন্দোলকারীদের বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা ঘোষণা করা হয়।
এদিকে এক দফা দাবিতে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন শুরু হয়েছে রোববার সকাল থেকে। অসহযোগ আন্দোলনের প্রথম দিন দেশজুড়ে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। সড়ক ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh