বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের মধ্যে চারজনের মরদেহ এখনো রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পড়ে আছে। এখনো পরিচয় শনাক্ত বা স্বজন না পাওয়ায় মরদেহগুলো পড়ে আছে।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ছাত্র আন্দোলনকে ঘিরে গত ৪ থেকে ৬ আগস্টের সহিংসতায় নিহত অনেককে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু শনাক্তের অভাবে এখনো সোহরাওয়ার্দীর মর্গে চারটি মরদেহ পড়ে আছে। এখনো তাদের প্রকৃত পরিচয় পাওয়া যায়নি। যদি কোনো সহৃদয় ব্যক্তি তাদের পরিচয় বা শনাক্ত করতে পারেন তাহলে আগামী ১৬, ১৭ ও ১৮ আগস্ট এ তিনদিনের মধ্যে যোগাযোগের অনুরোধ রইলো।
যোগাযোগের নম্বর: কাজী ইমরান হোসেন শাওন (০১৮১৫৫৯৯৮৬৬), দিনার (০১৩১৭১৮৫৭৪৭), মঞ্জুরুল ইসলাম (০১৭১৮০২২০৮৬১)।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh