পাখি পালন এখন শহুরে বহু মানুষের শখ হয়ে দাঁড়িয়েছে। তাই প্রায়ই চোখে পড়ে বিভিন্ন ফ্ল্যাটের বারান্দায় ছোট ছোট খাঁচায় নানা রঙের, আকারের, নামের পোষা পাখি। দেখা মেলে মেকাও, লাভবার্ড, টিয়া, ঘুঘুর মতো নানা প্রজাতির পাখি। অনেকেই আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় দেন নিজের শখের এসব পোষা পাখির পেছনে। অনেকে আবার কেবল কবুতর পোষেণ। তবে শখের পাশাপাশি অনেকে বাণিজ্যিকভাবেও কবুতর পালন করেন।
ঢাকা শহরে শখের কবুতর ও পাখি সংগ্রহের একটি বিশেষ স্থান আছে রাজধানীর পুরান ঢাকায়। ভোরের আলো ফোটার কিছুক্ষণের মধ্যেই একদিন উপস্থিত হওয়া গেল সেখানে, রাজধানীর পুরান ঢাকার কাপ্তান বাজারে। চারপাশে খাঁচাবন্দি বিভিন্ন পাখির কিচিরমিচির ডাক। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে সেখানে বসে রকমারি কবুতর ও পাখির হাট। দেশের বিভিন্ন স্থান থেকে খাঁচা ভর্তি কবুতর ও পাখি নিয়ে পেশাদার ও শৌখিন বিক্রেতা এবং রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পাখি প্রেমিকরা এখানে পাখি কিনতে আসেন। সকাল ৮টায় শুরু হওয়া এই হাট চলে বিকেল ৫টা পর্যন্ত। এই হাটের একটি বিশেষত্ব হলো বিক্রেতাদের যে কোনো পাখি বিক্রি করতে খাঁচাপ্রতি সর্বনিম্ন ১০০ টাকা হারে ইজারা দিতে হয়, যাকে অনেকে ফিট ভাড়া বলে। আর ক্রেতাদের কেনা দামের ওপর ১০% হারে খাজনা দিতে হয়।
হাটে দেশীয় জাতের পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের সাদা, কালো, বাদামিসহ হরেক রঙের কবুতর পাওয়া যায়। কবুতরপ্রেমীদের ভাষায়, এই বাজারে বিভিন্ন জাতের কবুতর যেমন-মিলি রেসার, সিরাজী, বোম্বাই, সবুজ গোল, লক্ষা, গ্রিজেল, বোগদাদি, সবজি রেসার, আর্মি, গিরিবাজ, পোটার জাতের কবুতর (সাদা, কালো ও হলুদ), জগা পিনসহ দেশি বিভিন্ন জাতের কবুতর পাওয়া যায়। জাত ও রঙের কারণে এসব কবুতরের দামে ভিন্নতা আছে। বর্তমানে কবুতরের দাম একবারেই কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। তারা বলেন, যে কবুতরের দাম ছিল আকাশচুম্বী, তার আজকের বাজারে দাম নেই বললেই চলে।
একসময় এই হাটে কেবল কবুতর বিক্রি হলেও বেশ কয়েক বছর থেকে হরেক রকমের পাখি বেচাকেনা হচ্ছে। খাঁচায় পোষা এসব পাখি আমদানি করা হচ্ছে অস্ট্রেলিয়া, ইতালি, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে। বিদেশি পাখির মধ্যে রয়েছে-কোকাটেল, হীরামন টিয়া, লাভ বার্ড, লরিকেচ, পুনর, রেম ও আফ্রিকান ঘুঘু। জোড়াপ্রতি সর্বনিম্ন ৪০০ টাকা থেকে শুরু করে জোড়াপ্রতি ৫ হাজার টাকায় পাখি মেলে এই হাটে। এই বাজারে হীরামন টিয়া বিক্রি করা হয় ২৫০০ থেকে ৩০০০ টাকা, লাভ বার্ড জোড়া ৪৫০০ থেকে ৫০০০ টাকা, বাবুই ৪০০ থেকে ৬০০ টাকায়, ঘুঘু (আকার ও প্রকারভেদে) ৫০০ থেকে ১৫০০ টাকা। কিছু পাখি আছে যেগুলোর দাম ১ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
কাপ্তান বাজারের এই হাট ছাড়াও রাজধানীর মিরপুর, নিমতলী, মৌলভীবাজার, কামরাঙ্গীরচর, আমিনবাজারসহ বিভিন্ন স্থানে সপ্তাহে একদিন বসে এ রকম পাখি ও কবুতরের হাট।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পাখি ঢাকা বাণিজ্যিকভাবে কবুতর পালন পোষা পাখি
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh