মীর গ্রুপ নামে ঢাকা ও চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী দুটির উদ্যেক্তারা একই নন। ঢাকাভিত্তিক কোম্পানিটির নাম ‘মীর গ্রুপ অব কোম্পানি’ এবং চট্টগ্রামভিত্তিক কোম্পানিটির নাম ‘মীর গ্রুপ’।
দুই গ্রুপের মধ্যে কোনো ‘সম্পর্ক নেই’ দাবি করে সংবাদ বিজ্ঞপ্তিতে মীর গ্রুব অব কোম্পানি বলেছে, সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কারণে ঢাকাভিত্তিক মীর গ্রুপ ও চট্টগ্রামভিত্তিক মীর গ্রুপ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমরা স্পষ্ট করে জানাতে চাই, ঢাকাভিত্তিক মীর গ্রুপ তথা মীর গ্রুপ অব কোম্পানির সাথে চট্টগ্রামের মীর গ্রুপ বা এস. আলম গ্রুপের কোনো সম্পর্ক নেই।
‘আমাদের প্রতিষ্ঠান শুধুমাত্র দেশের নির্মাণ ও তথ্য প্রযুক্তি খাতে কাজ করে এবং ১৯৬০ সাল থেকে দেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছে।’
বিজ্ঞপ্তিতে এ গ্রুপের কিছু কোম্পানির নাম তুলে ধরা হয়। সেগুলো হল-মীর আক্তার হোসেন, মীর সিমেন্ট, মীর কনক্রিট ব্লক, মীর রিয়েল এস্টেট, মীর ইনফো সিস্টেমস।
এর আগে, এস আলমের গাড়ি সরালো বিএনপি নেতারা শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদে মীর গ্রুপের ওয়ারহাউজের প্রসঙ্গ ছিল। মূলত নাম একই হওয়ায় ঢাকার মীর গ্রুপ ও চট্টগ্রামের মীর গ্রুপ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh