নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ পিএম
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪ পিএম
দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ড্রাস্ট্রি পিএলসির বিভিন্ন পর্যায়ে বৈষম্য দূরীকরণ ও বেশ কয়েকজন কর্মকর্তার পদত্যাগসহ ২৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটির সারাদেশের মাঠপর্যায়ের এমপিওরা।
আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর আসাদগেট এলাকায় অবস্থিত প্রধানকার্যালয়ের সামনে মাঠপর্যায়ের এমপিওদের অবস্থান করতে দেখা যায়।
এতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোকারীরা প্রধান কার্যালয় না ছাড়ার ঘোষণা দেন। এ প্রতিবেদন লেখা অব্দি বিক্ষোভ চলছে।
তবে এ অবস্থান কর্মসূচির ফলে আসাদগেট এলাকায় কোনোপ্রকার যানজট দেখা যায়নি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh