সপ্তাহের সাত দিনই ‘হাফ পাস’ সুবিধা পাবেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৫

রাজধানীর গণপরিবহন। ছবি: সংগৃহীত
রাজধানীতে চলাচল করা গণপরিবহনে আগামীকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে সপ্তাহের সাতদিনই ‘হাফ পাস’ সুবিধা পাবেন শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত হাফ পাস সুবিধা কার্যকর থাকবে।
এর আগে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে পরিবহন মালিক ও শ্রমিকদের এক সচেতনতামূলক সেমিনারে ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, ঢাকা মহানগর এলাকায় ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা ‘হাফ পাস’ সুবিধা নিতে পারবেন।
সাপ্তাহিক ছুটির দিনসহ ৭ দিনই শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন।