জেনেভা ক্যাম্পে অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৩৪

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এসময় বিপুল মাদক ও অস্ত্রসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

খুদে বার্তায় বলা হয়, শনিবার রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাব-২ এবং যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তিনজন নারী মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলাকালে বিপুল দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও মাদক জব্দ করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh