রাজধানীর মিরপুরে একটি আবাসিক হোটেলে আকবর আলী মন্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বন্ধুরা তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আকবর আলী ভারতের মুর্শিদাবাদ ডোমকল থানার কোপরা গ্রামে। বাবার নাম আমির উদ্দিন মন্ডল। এলাকায় কৃষিকাজ করতেন তিনি।
মৃত আকবর আলী মন্ডলের বাংলাদেশি বন্ধু মাহমুদুর রহমান জানান, আকবর আলীসহ ৬ বন্ধু মিলে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে বেড়াতে আসে। মিরপুর ১০ নম্বর নিউ রোজ হ্যাভেন আবাসিক হোটেলের তিনতলায় একটি কক্ষে উঠেন।
তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পরে আকবর আলী। দ্রুত তাকে স্থানীয় অলোক হাসপাতালে নেয়া হয়। সেখান মিরপুর হার্ট ফাউন্ডেশন ঘুরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়।
তিনি আরও জানান, আকবর আলী মন্ডল এলাকায় কৃষি কাজ করতেন। ভারতে আমার মায়ের চিকিৎসার জন্য ভারতে গেলে সকল ধরনের সাহায্য করত তারা। সেই সূত্রে তাদের সঙ্গে বন্ধুত্ব হয়। শুক্রবার তারা ৬ জন মিলে বাংলাদেশে বেড়াতে আসে এবং মিরপুর ১০ নম্বর সেকশন ওই আবাসিক হোটেলে উঠে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুরের একটি আবাসিক হোটেল থেকে ওই ব্যক্তিকে বন্ধুরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্ধরা জানান, হোটেলের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পরেছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মিরপুর থানায় অবহিত করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রাজধানী আবাসিক হোটেল ভারতীয় নাগরিক মৃত্যু
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh