বছর শেষের সকালেও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

২০২৪ সালের শেষ দিন আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর)। সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। 

আজ আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান ২০৬। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। গতকাল সোমবার এ সময় ঢাকার বায়ুর মান খুব অস্বাস্থ্যকর ছিল।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

আজ বিশ্বে বায়ুদূষণে ২১০ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে চীনের উহান। এরপর আছে ভারতের দিল্লি, স্কোর ২০৯।

আজ দেশের অন্য বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামের বায়ুমান ১১৭, রাজশাহীতে ১৭৪ আর খুলনায় ১৭২।

আজ ঢাকা ও আশপাশের তিনটি সর্বোচ্চ দূষিত এলাকার মধ্যে আছে ইস্টার্ন হাউজিং-২ (২৭৫), বেচারাম দেউড়ি (২৬৭) ও ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২৬৬)।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ২৬ গুণ বেশি।

আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh