দাফন-দাহের ফি বাতিলের দাবিতে গণসংহতির মানববন্ধন

দাফন ও দাহের নামে সব ফি বাতিল করার দাবিতে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুমা ঢাকার আজিমপুর কবরস্থানের সামনের রাস্তায় মানববন্ধনে এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন লালবাগ থানার আহ্বায়ক ইসমাইল হোসেন টিটো ও সঞ্চালনা করেন সংগঠক সাইফুদ্দিন আহমেদ ফায়সাল।

প্রধান অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলন রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু বলেন, নগরে বসবাসকারী প্রত্যেক নাগরিক জন্মের পর থেকেই নানা ধরনের কর করপোরেশনে দিয়ে থাকে। এসব কর নগর কর্তৃপক্ষ নগরবাসীর সেবায় ব্যবহার করার কথা। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করি যেখানে কিছুদিন আগেও গত মেয়র দাফন ও দাহের জন্য সব চার্জ বাতিল করেছিলেন, এখন সেখানে রেজিস্ট্রেশন ফি’র নামে এক হাজার টাকা এবং অতিরিক্ত ৮৬০ টাকা নেওয়া হয়। এছাড়াও চাটাই, বাঁশ ও কবর খননের জন্য অতিরিক্ত আরও প্রায় তিন হাজার টাকা খরচ করতে হয় একটি পরিবারকে।

তিনি বলেন, যে শহরে কোটিখানেক নিম্ন আয়ের মানুষ বসবাস করে সেখানে এই ফি আদায় অন্যায় ও অন্যায্য। অবিলম্বে এসব ফি বাতিল করে সিটি করপোরেশনকেই দাফন ও দাহের পূর্ণ দায়িত্ব নিতে হবে। ইজারার নামে কতিপয় ব্যক্তির অনৈতিক আয়ের ব্যবস্থা বাতিল করতে হবে। যেখানে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স থেকে বছরে এক হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় হয়, সেখানে সিটি করপোরেশনের জন্য এই ব্যয়ের দায়িত্ব গ্রহণ করা কোনো বিষয়ই নয়।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মো. সেলিমুজ্জামান, লালবাগ থানার সদস্য সচিব বাহাউদ্দীন, চকবাজার থানার আহবায়ক মো. আলী, বংশাল থানার আহ্বায়ক জয় ভৌমিক, কোতয়ালী থানার আহ্বায়ক মো. হাসান, বংশাল থানার সদস্য সচিব আহম্মদ উল্লাহ সুমিত, চকবাজার থানার সদস্য সচিব হাসান, কোতয়ালী থানার সদস্য সচিব ফারুক হাওলাদারসহ অন্যান্য নেতারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh