শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ১০ বছর বয়সি এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রায়হান (১৯) নামে একজনকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে বারডেম হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।
হাসপাতালে মোবারক নামে আরেক পথশিশু জানায়, ভুক্তভোগী শিশুটি শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করে। রাতে মেট্রো স্টেশনের নিচে তার চিৎকার শুনে অনেক লোকজন জড়ো হয়। সেখানে গিয়ে দেখি, সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর এক ছেলেকে মানুষ ধরে রেখেছে। পরে থানা পুলিশের মাধ্যমে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ভুক্তভোগী শিশুর বিষয়ে বিস্তারিত কিছুই জানি না।
এ বিষয়ে রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাতে খবর পেয়ে মেট্রো স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার ওই পথশিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়হান (১৯) নামে একজনকে আটক করা হয়েছে। একইসঙ্গে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, রাতে রায়হান নামে ওই তরুণ শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে লোকজন গিয়ে রায়হানকে আটক করে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh