জুলাই বিপ্লবে আহত ১৮ জন ছাত্র-জনতাকে পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে তাঁদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্য দিয়ে বিজিবির প্রতিশ্রুত ১০০ জন আহত ছাত্র-জনতাকে পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন হলো।
বিজিবি সদর দপ্তরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভীষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। জুলাই বিপ্লবের শুরু থেকেই বিজিবি স্ব-উদ্যোগে বর্ডার গার্ড হাসপাতালে আন্দোলনে আহত প্রায় অর্ধশত ছাত্র-জনতাকে চিকিৎসা দিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহত ছাত্র-জনতার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে পুনর্বাসন করার প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেন।
গত ৮ ডিসেম্বর ৭ জন আহত ছাত্র-জনতাকে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদানের মধ্য দিয়ে এ পুনর্বাসন কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় বিজিবির বিভিন্ন ব্যাটালিয়ন, সেক্টর ও রিজিয়নের তত্ত্বাবধানে সারা দেশে আহত ছাত্র-জনতাকে পুনর্বাসনে সহায়তা দেওয়া হয়েছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আরও ১৮ জন আহত ছাত্র-জনতাকে সহযোগিতা করা হয়েছে। এর মধ্য দিয়ে বিজিবির প্রতিশ্রুত ১০০ জন আহত ছাত্র-জনতাকে পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন হলো।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিজিবি আর্থিক সহায়তা ছাত্র-জনতা জুলাই বিপ্লব
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh