রাজধানীর সূত্রাপুর থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের প্রায় ১০ হাজার বই জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে বই বিক্রয় ও মজুত করার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানী গলির বিভিন্ন গোডাউনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) ও দেলোয়ার হোসেন (৫৬)।
ডিবি জানায়, একটি অসাধু চক্র বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে প্রথম থেকে নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের প্রায় ১০ হাজার সরকারি পাঠ্যবই জব্দ করা হয়। জব্দ হওয়া বইয়ের আনুমানিক মূল্য আট লাখ টাকা।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এক প্রেস ব্রিফিং এ জানান, ডিবি পুলিশ জানতে পারে একটি অসাধু চক্র বাংলাবাজারের ইস্পাহানী গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম হতে দশম শ্রেণির বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই বিক্রয়ের উদ্দেশে মজুদ করেছে। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে সেখানে সাঁড়াশি অভিযান চালায় ডিবি লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।
অভিযানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির বিভিন্ন বিষয়ের প্রায় ১০ হাজার বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিরাজুল ও দেলোয়ার নামের দুইজনকে আটক করা হয়।
আটককৃত সিরাজুল ও দেলোয়ারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এই মজুতদারি চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের আটক করতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh