ভারতীয় আগ্রাসন, ভারত ও ইসরায়েলি পণ্য বর্জন, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ তিসরী ইনসাফ দল। তারা বর্ধিত ভ্যাট বাতিল, জাতিগত সম্প্রীতি রক্ষা, জানমালের নিরাপত্তা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সংস্কার করে নির্বাচন দেওয়ারও দাবি জানিয়েছে।
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে দলটি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ তিসরী ইনসাফ দলের চেয়ারম্যান মো. মিনহাজ প্রধান।
বাংলাদেশ তিসরী ইনসাফ দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. সোহেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান মো. আব্দুল রব মিয়া, যুগ্ম মহাসচিব মো. কামরুজ্জামান, প্রচার সম্পাদক জাহিদ মাঝি প্রমুখ।
সমাবেশে কয়েকটি দাবি জানায় দলটি।
১. খাদ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে জনসাধারণের নিয়ন্ত্রণের আওতায় আনতে হবে।
২. জানমালের নিরাপত্তা ও কোরআন মাজিদ অনুযায়ী সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে।
৩. সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে।
৪. কোনো রাজনৈতিক দল জনসাধারণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না।
৫. প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠিত করতে হবে।
৬. বাংলাদেশে পরিবারতন্ত্র থাকবে না এবং পাঁচ বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না।
৭. ফ্যাসিবাদী আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠন নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
৮. প্রবাসী রেমিট্যান্স প্রেরণকারীদের গুরুত্ব দিতে হবে।
৯. পণ্য রপ্তানিতে এ সরকারকে বেশি গুরুত্ব দিতে হবে।
১০. কোরআন মাজিদ অনুসরণ করে সকল প্রকার সিদ্ধান্ত নেব এবং ইসলামবিরোধী কোনো কথা বলব না।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh