কোনো না কোনো প্রয়োজনে প্রতিদিনই মার্কেটে বা দোকানে যেতে হয় আমাদের। এমন বাস্তবতায় রাজধানীতে প্রতিদিনই এলাকাভিত্তিক মার্কেট বন্ধ থাকে। এ অবস্থায় বাসায় থেকে তা না জেনে বের হলে ফিরে আসতে হয়। ফলে ভোগান্তি পোহাতে হয়।
রাজধানীতে সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। সেগুলো সম্পর্কে জানা থাকলে আমাদের জন্য সুবিধা হয়। সপ্তাহের বুধবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও শপিং সেন্টার বন্ধ থাকে, তা এক নজরে দেখে নেয়া যাক-
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকে: বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।
যেসব মার্কেট বন্ধ থাকে: যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh