রোজার প্রথমদিনে ঢাকায় গণপরিবহন সংকট

রোজার প্রথমদিন নতুন অফিস সময়সূচির কারণে সকাল ৯টার আগে সড়কে গণপরিবহনের কিছুটা চাপ লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহন সংকট দেখা দেয়। একইসঙ্গে গ্রীষ্মের আগমনী বার্তায় তাপদাহ শুরু হওয়ায় বেশ ভোগান্তিতে পড়েছেন রাস্তায় চলাচলকারী মানুষেরা।

সাবরিনা চৌধুরী অফিসে যেতে মোহাম্মদপুরে বাসের জন্যে অপেক্ষা করছিলেন। পরপর দু’টি বাস মিস করেন তিনি, ভীড়ের কারণে উঠতেই পারেননি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরের বাসে ঠেলেঠুলে উঠলেন। ধরেই নিয়েছিলেন তীব্র যানজটের কবলে পড়বেন। কিন্তু অবাক হয়ে দেখলেন রাস্তায় কোনো যানজট নেই।

সাবরিনা বলেন, “অফিসে যাওয়ার জন্যে সকালে কয়েকদিন ধরে যাত্রীদের অনেক ভোগান্তি হয়েছে। রাস্তায় বাসই পাওয়া যাচ্ছে না, যেসব পাওয়া যাচ্ছে সেসব বাসেও অনেক ভীড়।”

মোহাম্মাদপুর-এয়ারপোর্ট রুটের প্রজাপতি পরিবহনের বাসচালক শহিদুল ইসলাম বলেন, “গাড়ি নিয়া এয়ারপোর্ট থেকে মোহাম্মদপুর আসতে আড়াই ঘন্টা সময় লেগেছে।”

রাস্তায় প্রয়োজনের তুলনায় গাড়ী কম বলে জানান এ বাসচালক।

তবে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়, কারওয়ান বাজার মোড়, বিজয় স্মরণী, প্রগতি স্মরণীসহ একাধিক এলাকায় কিছুটা যানজট হতে দেখা যায়। সকালে যাত্রী চাপের তুলনায় বেশকিছু এলাকায় বাসের সংখ্যাও ছিল কম।

আজমেরী গ্লোরি পরিবহনের পরিবহনের হেলপার আফজাল বলেন, “রোজার প্রথম দিনে রাস্তায় লোকজন কম। যাত্রী কম থাকায় আমাদের গাড়িও কম বের হয়েছে। স্কুল বন্ধ থাকা ও প্রথম রোজার কারণে সকাল থেকে প্রাইভেটকারও কম।”

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh