বিয়াম ভবনে বিস্ফোরণের ঘটনাকে নাশকতা হিসেবে দেখছে সমিতি

রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন ভবনের একটি রুমে বিস্ফোরণের ঘটনাকে নাশকতামূলক মনে করছে বিয়াম কর্তৃপক্ষ। এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

রবিবার সমিতি সভাপতি এ বি এম আব্দুস সাত্তার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারে কর্মরত এবং সাবেক সদস্যদের আবাসিক সমস্যাসহ অন্যান্য আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ২০০৭ সালে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড গঠন করা হয়। ৬৩, নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন ভবনের ৫০৪-৫০৭ নম্বর কক্ষ সমিতির অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত অনুমানিক শোয়া ৩টায় বিয়াম ভবনের ৫০৪ নম্বর রুমে বিস্ফোরণ ঘটে। এতে ৫০৪ নম্বর রুমে থাকা সমিতির গুরুত্বপূর্ন দলিলপত্র, নামজারি সংক্রান্ত কাগজপত্র, ব্যাংক হিসাবের চেক বই, এফডিআর, বসুন্ধরা গ্রুপের সঙ্গে সমিতির জমি ক্রয় সংক্রান্ত ৪টি দ্বি-পাক্ষিক চুক্তিপত্র, ভূমি রেজিস্ট্রেশনের জন্য প্রাপ্ত পে-অর্ডার, রেজিস্টার, ৪টি কম্পিউটার, ৪টি প্রিন্টার, ১টি ফটোকপিয়ার মেশিন, ২টি স্ক্যানার, আসবাবপত্র, ইত্যাদি পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় ৫০৭ নম্বর রুমের অফিস সহায়ক মো. আব্দুল মালেকের অগ্নিদগ্ধ মৃত দেহ বিয়াম ফাউন্ডেশন ভবনের উত্তর দিকের রান্নঘরের পাশে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। দুর্ঘটনায় ড্রাইভার ফারুক অগ্নিদগ্ধ হন।

সমিতির সভাপতি আব্দুস সাত্তার জানান, ২৮ ফেব্রুয়ারি সকালে সমিতির সিসিটিভি ফুটেজে সন্দেহজনক এক ব্যক্তিকে দেখা যায়। ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত অনুমানিক আড়াইটার দিকে ২৫-৩০ বছর বয়সী ওই ব্যক্তি মাথায় ক্যাপ, মুখে মাস্ক, ও হাতে হ্যান্ড গ্লোবস পরে ভবনের পঞ্চম তলায় যায় এবং সিসিটিভি বন্ধ করে দেয়। তার পরপরই ৫০৪ নম্বর রুমে প্রচণ্ড শব্দে বিস্ফোরণে সেখানে আগুন ধরে যায়।

ফুটেজে দেখা যায় বিস্ফোরণের কিছুক্ষণ পরেই সন্দেহজনক ব্যক্তিটি দ্রুত তৃতীয় তলায় একটি রুমে ঢুকে এবং ঘণ্টাখানেক পর বিয়াম ভবন থেকে বেরিয়ে যায়। এতে ঘটনাটি যে পরিকল্পিত তা বোঝা যায়। “আমরা এই নাশকতার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ করছি এবং দ্রুত দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”

শনিবার বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে ‘এসি বিস্ফোরণে’ একজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনাকে ‘বোমা হামলা’ বলে একটি বিবৃতি দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কিছুসময় পরে আগের বিবৃতি ‘ভুল’ বলে আরেকটি বিবৃতি দেয় দলটি।

শনিবার সন্ধ্যায় পরের বিবৃতিতে হয়, “বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতিকারীদের দ্বারা বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত উল্লেখ করে শনিবার বিএনপির মহাসচিব গণমাধ্যমে যে বিবৃতি দেন তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছিল।”

প্রকৃতপক্ষে বোমা হামলা সংঘটিত হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি দেওয়ার জন্য বিএনপি দুঃখ প্রকাশ করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh