পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর। শুক্রবার জুমার নামাজের পর ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচির ঘোষণা অনুযায়ী পল্টন মোড় থেকে মিছিল শুরু করে হিযবুত তাহরীর।
মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশ টিয়ারশেল ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় হিযবুত তাহরীরের সমর্থকরা। পরে তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করে। তখন পুলিশ আবার টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ফের ছত্রভঙ্গ করে।
প্রতিনিধি জানিয়েছেন, পুলিশ ও হিযবুত তাহরীরের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় টিয়ারশেল লেগে দৈনিক কালবেলার সাংবাদিক সুশোভন অর্ক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে হিযবুত তাহরীরের কর্মসূচির ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এই কর্মসূচি পালন না করার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নিষিদ্ধ কোনো সংগঠন সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ডিএমপি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বলে সতর্ক করা হয়।
জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠন সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সকল কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে হিযবুত তাহরীরের তিনজন সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপির জঙ্গিবিরোধী শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : হিযবুত তাহরীর নিষিদ্ধ সংগঠন পুলিশ ডিএমপি
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh