রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবে শুরু হয়েছে তিনদিনব্যাপী ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, যেখানে অংশ নিয়েছেন দেশি-বিদেশি নারী উদ্যোক্তারা।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টায় উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) আয়োজিত এই মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট আবদুল আওয়াল মিন্টু।
মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবার প্রদর্শনী করছেন, যা নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের নারীদের অংশগ্রহণকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন এন্টারপ্রেইনার এসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) সভাপতি নাসরীন আউয়াল মিন্টি। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ, ওয়েবের সাবেক সভাপতি রেহানা রহমান, সহ-সভাপতি আসফা হোসেন ও সহ-সভাপতি তাজিমা এইচ মজুমদারসহ ওয়েবেরে কমিটি মেম্বাররা।
মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েব সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল মিন্টু বলেন, আমরা অনেক বছর হারিয়ে গিয়েছিলাম। সেখান থেকে আমরা ফেরৎ আসতে চাচ্ছি। আমাদের উদ্যোক্তা নারীরা স্ট্রাগল করছে। তারা এগোতে পারছে না। আমরা যদি তাদেরকে এগিয়ে নিতে সহযোগিতা না করি তবে তারা এগিয়ে যেতে পারবে না।
তিনি আরও বলেন, গত ২৫ বছরে ওয়েব দেশের অনেক নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, পরামর্শ ও আর্থিক সহায়তা প্রদান করেছে। এই মেলা নারী উদ্যোক্তাদের জন্য সম্ভাবনাময় নতুন দ্বার উন্মোচন করবে।
তিনদিনব্যাপী এ মেলা ৮ মার্চ পর্যন্ত চলবে, যেখানে দর্শনার্থীরা সরাসরি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে পণ্য কেনার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ওয়েব দীর্ঘদিন ধরে দেশের নারী উদ্যোক্তাদের সহায়তা ও তাদের ব্যবসার প্রসারে কাজ করে আসছে। এই ট্রেড ফেয়ারের মাধ্যমে নারী উদ্যোক্তারা তাদের ব্যবসা ও নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচনের সুযোগ পাবেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh