নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফতে’ একজন রিকশাচালকে পুলিশের সঙ্গে সংগঠনটির একজনকে পেটাতে দেখা যায়। ওই সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। এরপরেই ওই রিকশা চালকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা রিকশাচালকের মুক্তির দাবি করে।
শুক্রবার বিকাল ৪টা ১৮ মিনিটে বিশেষ সংবাদ সম্মেলন ডাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মাদ তালেবুর রহমান এক বার্তায় জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব ডিবি কার্যালয় সামনে বিকাল সাড়ে চারটার ‘বিশেষ সংবাদ সম্মেলনে’ সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
সাংবাদিকরা দ্রুত মিন্টো রোডের ডিবি কার্যালয় সামনে যান। বিকাল সাড়ে চারটার দিকে ওই রিকশা চালককে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়ে যান উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া। এ সময় নিজ গাড়িতে ড্রাইভারের পাশের সিটে বসেন উপদেষ্টা। পেছনের সিটে একজনের সঙ্গে বসানো হয় রিকাশা চালককে। এ সময় ডিবি প্রধান রেজাউল করিম মল্লিকসহ পুলিশের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা উপদেষ্টাকে বিদায় জানিয়ে ডিবি কার্যালয়ের ভেতরে চলে যান।
এ সময় উপদেষ্টা আসিফ
ও ডিবি প্রধানকে কথা বলার জন্য সাংবাদিকরা অনুরোধ করলেও তারা সাড়া দেননি। ওই রিকশা
চালককে কোথায় নেওয়া হচ্ছে জানতে চাইলে এক পুলিশ সদস্য বলেন, তাকে চিকিৎসার জন্য ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
এদিকে রিকাশা চালকের
নাম পরিচয় জানতে চাইলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ‘মার্চ ফর খিলাফত’ রিকশাচালক পুলিশ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh