নারীর ওপর যেই সহিংসতা করবে, তাকেই আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধেও কঠোর হওয়ার কথা বলেছে তারা।
ঢাকার শ্যামলীতে নারীদের পিটুনির ঘটনায় সাত মাস পর একজনকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. তালেবুর রহমান।
তিনি বলেন, “যারাই নারীদের প্রতি সহিংসতা সৃষ্টির চেষ্টা করবে না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। নারীরা স্বাধীনভাবে চলাচল করতে পারে, তাদের চলাচলে বাধা সৃষ্টি না হয়।
“আর যে কেউ আইন নিজের হাতে তুলে আনার চেষ্টা করলে, তার বিরুদ্ধে আমরা অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করব।”
আওয়ামী লীগ সরকারের পতনের মাস গত আগস্টের শেষে ঢাকার শ্যামলী স্কয়ার এলাকায় লাঠি দিয়ে বেশ কয়েকজন নারীকে আঘাত করার অভিযোগে মো. রাসেল হোসেনকে আগের দিন মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে ডিএমপি ডিবির সাইবার ক্রাইম ইউনিট।
উপকমিশনার তালেবুর বলেন, “ভাইরাল ভিডিওতে দেখা যায় গত ২৯ আগস্ট রাসেল শ্যামলী স্কয়ারের সামনে ভাসমান নারীদের প্রতি বিভিন্ন অবমাননাকর কথা বলে ও লাঠি দিয়ে আঘাত করে সহিংস আচরণ করে।
“পরবর্তীতে সেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে, যা আমাদের দৃষ্টিগোচর হয়। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
পাশের এলাকা লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপান করায় দুজন নারীর ওপর চড়াও হওয়ার ঘটনায় মো. গোলাম মোস্তাকিম রিন্টু নামে একজনকে আটকের বিষয়েও কথা বলা হয় ব্রিফিংয়ে।
তালেবুর বলেন, রিন্টুকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
সোমবার ঢাকার বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার ট্রাক চালক মো. টিটন ইসলাম।
সোমবার বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় ট্রাক চাপায় পোশাক শ্রমিকের মৃত্যুর বিষয়টিও উঠে আসে ব্রিফিংয়ে।
যে মিনি ট্রাকের চাপায় সেই নারী মারা গেছেন, তার চালক মো. টিটন ইসলামকে গ্রেপ্তারের কথাও জানানো হয় এতে। সংবাদ সম্মেলনে তাকে হাজিরও করা হয়।
সোমবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া এলাকা থেকে টিটনকে গ্রেপ্তার করে ডিএমপি ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন।
তালেবুর বলেন, টিটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। নিহতের নিকটাত্মীয় যদি তার বিরুদ্ধে মামলা না করে তাহলে পুলিশই তার বিরুদ্ধে মামলা করবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঢাকা মহানগর পুলিশ মো. তালেবুর রহমান
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh