শ্রমিকদের বকেয়া বেতন, ভাতা ও ঈদ বোনাস দেওয়ার আশ্বাস দিলেও তা নিশ্চিত না করায় শ্রম ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে স্টাইল ক্রাফট গার্মেন্টসের শ্রমিকেরা।
বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করে তারা।
স্টাইল ক্রাফট গার্মেন্টসের শ্রমিকদের অভিযোগ, ৬ মার্চ এক সভায় সিদ্ধান্ত হয় বিশ রমজানের মধ্যে সকল শ্রমিকের বকেয়া পরিশোধ ও ঈদ বোনাস দেওয়া হবে। কিন্তু মালিকপক্ষ ও সরকারের দায়িত্বপ্রাপ্তরা তা বাস্তবায়ন করেননি, এজন্য আন্দোলনে নেমেছে কারখানরা শ্রমিকরা।
বিক্ষোভে পুলিশ বাধা দিলে আন্দোলনরত শ্রমিক মিজান বলেন, “বেতন না দিলে শ্রম ভবন চত্বর ছাড়বেন না।”
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা ‘এক হও এক হও’; ‘কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না’; ‘মালিক খাবে, শ্রমিক খাবে না, তা হবে না, তা হবে না’-সহ নানা স্লোগান দেয়।
দ্বিতীয় দিনের বিক্ষোভে শ্রমিক নেতারা দাবি করেন, শ্রমিকদের ন্যায্য পাওনা ২০ কোটি ৮৬ লক্ষ টাকা আত্মসাৎ করার নানা অপচেষ্টা চালাচ্ছে মালিকপক্ষ। বারবার আন্দোলনের পর সরকার উদ্যোগ নিয়ে শ্রমিকদের পাওনার হিসাব চূড়ান্ত করলেও এখনো তা পরিশোধ করা হয়নি।
গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক (টিইউসি) সংগঠন বলছে,সরকারের বিভিন্ন দপ্তর এবং মালিকের বাড়ির সামনে একাধিকবার অবস্থান কর্মসূচি পালন করেও কোনো কার্যকর সমাধান আসেনি। মালিকপক্ষ কালক্ষেপণ করছে, অথচ শ্রমিকদের পরিবার অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে। এই অমানবিক পরিস্থিতির দায় সরকার ও মালিকপক্ষকেই নিতে হবে।
গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক টিইউসি-এর নেতৃত্বে চলমান এই আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বকেয়া বেতন ঈদ বোনাস গার্মেন্টস শ্রমিক
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh