রাজধানীর শাহবাগের পাইকারি ফুল মার্কেটে আগুন লেগেছে। শনিবার (৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী।
তিনি বলেন, “গ্যাস বেলুনের দোকানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে এই আগুনের সূত্রপাত হয়।”
আগুন লাগার ১৫ মিনিট পর রাত ১০টার দিকে আগুন নেভানোর কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের এসব ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। তার মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
শহিদুল ইসলাম খোকন নামে এক ব্যবসায়ী বলেন, আমরা কয়েকজন ব্যবসায়ী পাইকারি মার্কেটের অফিসে বসে ছিলাম। হঠাৎ দেখি আলোর ঝলক। আশপাশে থাকা লোকজন বলছে, আগুন লেগেছে। বের হয়ে দেখি সত্যিই আগুন। শুনি, এই মার্কেটে গ্যাসের বেলুন তৈরি করা একটি দোকান আছে। সেই দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই আগুনের সূত্রপাত।
“এরপর আমি শাহবাগ থানার ওসিসহ ফায়ার সার্ভিসে ফোন দেই। খুব দ্রুত তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। না হলে আরও অনেক ক্ষতি হতো।”
খোকন জানান, ৯টা ৪০মিনিটের দিকে আগুন লাগে আর সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ী খোকন জানান, আগুনে ছয়-সাতটি দোকান পুড়ে গেছে। এতে ৫ থেকে ৬জন আহত হয়েছেন।
আগুনের লাগা দোকানের পাশের দোকানের কর্মচারী বাচ্চু বলেন, আমার দোকানের সব শেষ। গ্যাস বেলুনের দোকান থেকে আগুনের সূত্রপাত। কোনোমতে বের হয়ে এসেছি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা বাড়ায় পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটের চিকিৎসক ডা. আশিক জানান, দগ্ধদের মধ্যে রিয়াজুলের শরীরের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ এবং ফয়েজের ১৪ শতাংশ পুড়ে গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালু মিয়া ও শামীম নামে দুইজন সামান্য দগ্ধ হওয়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শাহবাগ ফুল মার্কেটে আগুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh