ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীর ঢাকাতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। এই কর্মসূচিকে ঘিরে শাহবাগ মোড়, রাজু ভাস্কর্য, সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জনস্রোত তৈরি হয়েছে।
শনিবার বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচির সময় নির্ধারিত থাকলেও সকাল ১০ টার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মার্চ ফর ফিলিস্তিন প্রোগ্রামে সকাল থেকেই উদ্যানে সমবেত হতে থাকেন নানা শ্রেণি-পেশার মানুষ।
কারও হাতে ফিলিস্তিনের পতাকা, কারও বা মাথায় বাঁধা প্রতিবাদী ব্যানার, কেউ কেউ সাদা কাপড়ে কলেমা লেখা পতাকা নিয়ে—সবাই একসঙ্গে চলেছেন গন্তব্যের দিকে।
সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পেছনের গেট দিয়ে প্রবেশ করতে দেখা যায় মুসল্লীসহ সাধারণ মানুষকে।
এক হাতে পতাকা, অন্য হাতে প্রতিবাদের চেতনায় ভরা প্ল্যাকার্ড—প্রতিটি মুখেই ক্ষোভ আর দৃঢ়তা।
শাহবাগ মোড়ে ফিলিস্তিনের পতাকা হাতে প্রতিবাদ করতে আসা নারায়ণগঞ্জের মো. হাসান বলেন, দশকের পর দশক ধরে ফিলিস্তিনের বীর জনতার উপরে যেভাবে ইজরায়েলী বাহিনী নির্মম নির্যাতন চালিয়েছে তার প্রতিবাদ করতে আজ এই প্রোগ্রামে এসেছি।
মানিকগঞ্জ এলাকা থেকে আসা মো. রাসেল জানান, তিনি একজন ছাত্র। তিনি বলেন, ফিলিস্তিনে মানুষের ওপর যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, তা সহ্য করা যাচ্ছে না। তাই প্রতিবাদ জানাতে আজ এখানে এসেছি।
দলমত নির্বিশেষে নানা বয়সী মানুষ এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শুধু ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানানো নয়, বরং মানবতার পক্ষেও এই অবস্থান বলে জানান অংশগ্রহণকারীরা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh