ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় তীব্র যানজট ও গণপরিবহনে জায়গা না পাওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য এই গণজমায়েতে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে হাজার হাজার মানুষ সমবেত হতে থাকে। ফলে, নগরীর পরিবহন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে।
সাধারণ যাত্রীরা অভিযোগ করেন যে, বাস ও লেগুনায় তারা উঠতে পারছেন না। অনেক পরিবহন আগে থেকেই গণজমায়েতে অংশগ্রহণকারীদের জন্য সংরক্ষিত ছিল, ফলে সাধারণ যাত্রীদের জন্য যানবাহনের সংকট দেখা দেয়।
এছাড়া, মেট্রোরেলের সার্ভার ডাউন থাকায় টিকিট সংগ্রহ বন্ধ রয়েছে, এমনকি ম্যানুয়ালি টিকিটও পাওয়া যাচ্ছে না। এর ফলে যাত্রীদের অনেকেই বিকল্প পরিবহনের খুঁজতে বাধ্য হয়। যাত্রীদের অভিযোগ, এ ধরনের সমস্যার পূর্বাভাস না থাকায় তারা বিপাকে পড়েছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh