Logo
×

Follow Us

অর্থনীতি

বিএইচবিএফসির মহাব্যবস্থাপক হলেন নাজমুল হোসেন-প্রলয় কুমার

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৮

বিএইচবিএফসির মহাব্যবস্থাপক হলেন নাজমুল হোসেন-প্রলয় কুমার

নাজমুল হোসেন এবং প্রলয় কুমার ভট্টাচার্য।

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের উপ-মহাব্যবস্থাপক নাজমুল হোসেন এবং প্রলয় কুমার ভট্টাচার্য নতুন মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

সম্প্রতি অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের এ পদায়ন দেয়া হয়।

নাজমুল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ হতে স্নাতক এবং একই বিভাগ হতে ১ম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে সিনিয়র অফিসার হিসেবে কর্পোরেশনে যোগদান করেন। যোগদানের পর তিনি মাঠ পর্যায়ে ও প্রধান কার্যালয়ে বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

প্রলয় কুমার ভট্টাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৫ সালে আইন অফিসার হিসেবে কর্পোরেশনে যোগদান করেন। যোগদানের পর তিনি মাঠ পর্যায়ে ও প্রধান কার্যালয়ে বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি মেহেরপুর জেলার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫