বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখসহ ২১ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ১৬:০৩

সাকিব আল হাসানের সঙ্গে নতুন মুখ জাকির হাসান। ছবি: সংগৃহীত
চলতি বছরের জন্য ২১ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখে তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাকির হাসান। আজ শনিবার (২১ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে তিন সংস্করণের জন্য চুক্তির তালিকা প্রকাশ করে বিসিবি।
জানা যায়, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পর ভারত ‘এ’ দলের বিপক্ষে বাজিমাত করেছিলেন জাকির হাসান। জাতীয় দলে ডাক পেয়ে মোহাম্মদ সিরাজ-উমেশ যাদবদের বিপক্ষে পরীক্ষা দিয়ে পাশও করে গেছেন বাঁহাতি এই ওপেনার। এমন পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন জাকির। শুধুমাত্র টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে তাকে।
এ ছাড়া জায়গা পেয়েছেন হাসান মাহমুদও। ডানহাতি এই পেসার রয়েছেন শুধু টি-টোয়েন্টির চুক্তিতে।
সবশেষ এক বছরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই মূলত কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়। সব মিলিয়ে এবারের চুক্তিতে রাখা হয়েছে ২১ ক্রিকেটারকে। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত থাকবে এই চুক্তির মেয়াদ।
গতবারের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলি রাব্বি এবং সাদমান ইসলাম। কেন্দ্রীয় চুক্তির এবারের তালিকায় তিন সংস্করণেই আছেন চার ক্রিকেটার। যেখানে সাকিব আল হাসানের সঙ্গে রয়েছেন লিটন দাস, মেহেদি হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।
তিন সংস্করণের চুক্তি থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম। এবার রয়েছেন শুধু ওয়ানডে এবং টি-টোয়েন্টির চুক্তিতে। টেস্ট এবং ওয়ানডে সংস্করণের চুক্তিতে রয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি ও টেস্টে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান। শুধুমাত্র টেস্টে রয়েছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ এবং জাকির।
শুধু ওয়ানডেতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে ওযানডে ও টি-টোয়েন্টি রয়েছেন মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও শরিফুল। আর ২০ ওভারের ক্রিকেটের চুক্তিতে আছেন নাসুম আহমেদ, শেখ মেহেদি, মোসাদ্দেক হোসেন ও হাসান।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা
টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি: মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ।
টেস্ট এবং ওয়ানডে: তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম
টেস্ট ও টি-টোয়েন্টি: নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান।
শুধু টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান
শুধু ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ
ওয়ানডে এবং টি-টোয়েন্টি: মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম।
শুধু টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদি, মোসাদ্দেক হোসেন এবং হাসান মাহমুদ।