এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তানের ভেন্যু হবে না: বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৬
-63e274b8c1bd3.jpg)
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: সংগৃহীত
চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ক্রিকেটের স্বাগতিক দল পাকিস্তান। কিন্তু রাজনৈতিক সংকটের কারণে পাকিস্তান সফরে যেতে চায় না ভারত। আসরটি তাই নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার সম্ভাবনা আছে।
সেক্ষেত্রে পাকিস্তানের ব্যবস্থাপনায় সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কায় আসরটি বসার সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। তবে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন যে, এশিয়া কাপ পেতে বাংলাদেশ কোন চেষ্টা করবে না।
কারণ ওই সময় বাংলাদেশে বৃষ্টি হয়। আসরটি আয়োজনের দায়িত্ব পেলেও তা শেষ করা কঠিন হয়ে যাবে বলে মনে করেন বিসিবি প্রধান। টি-২০ ফরম্যাট হলে একটা সুযোগ নেওয়া যেত বলে জানিয়েছেন তিনি।
বিসিবি সভাপতি পাপন বলেন, এশিয়া কাপের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। আসরটি কোথায় হবে ওই বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান এশিয়া কাপের স্বাগতিক, ওরাই সিদ্ধান্ত নেবে। পাকিস্তানের বাইরে যদি হয় তাহলে বাংলাদেশে আসরটি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু বৃষ্টির সময় হওয়ায় আমরা বাংলাদেশে আসরটি হওয়ার সম্ভাবনা দেখি না।
এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব নিয়ে তা শেষ করা কঠিন হবে বলেও উল্লেখ করেছেন তিনি, টি-২০ ফরম্যাট হলে একটা চেষ্টা করা যেত। কিন্তু আগামী এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। পেলেও আমরা তো তা শেষ করতে পারবো। সেজন্য আমরা এশিয়া কাপ আয়োজনের জন্য কোন এপ্রোচ করবো না।