
বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস আজ। করোনাভাইরাসের কারণে তেমন কোনো উদযাপন নেই। কঠিন এই সময়ে দেশের জনগণকে রক্ষায় সৃষ্টিকর্তার সাহায্য কামনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।
স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে মুশফিক লেখেন- “শুভ স্বাধীনতা দিবস, মাতৃভূমি। সর্বশক্তিমান আল্লাহ, এই কঠিন সময়ে আমাদের জাতির মঙ্গল করুণ।”
দীর্ঘ ২৩ বছরের শোষণ থেকে বাঙালির মুক্তির আন্দোলন শ্বাসরোধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিলো পাকিস্তানি সেনাবাহিনী। গণহারে হত্যা করেছে এদেশের মানুষকে।
এরপর পাক হানাদারদের প্রতিহত করতে গর্জে ওঠে বাঙালি জাতি। পাকিস্তানের শাসনের অবসান ঘটিয়ে ২৬ মার্চ স্বাধীন হয় বাংলাদেশ।