‘মেডিকেল টিমের দেওয়া ব্যায়াম একদিনও করেননি তামিম’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ০৯:৩৬

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
তামিম ইকবাল অভিযোগ করেছিলেন, বিসিবির চিকিৎসকদের গাফিলতির কারণে তার কোমরের ব্যথা ভালো হয়নি। পুরোনো ব্যথা ফিরে আসার পেছনে জিমে ফিজিওর ভুল ব্যায়াম করানো বড় করে দেখাতে চেষ্টা করেছিলেনে এই ওপেনার। তখন তদন্তের মাধ্যমে তামিমের অভিযোগ ক্ষতিয়ে দেখা হবে বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, তামিম ইকবাল ও মেডিকেল টিম মুখোমুখি হয়েছিলেন গত রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সব পক্ষের কথা শোনার পর মেডিকেল টিমের কোনো গাফিলতি পায়নি বিসিবি। বরং তামিম অভিযুক্ত হয়েছেন বিসিবি চিকিৎসকদের দেওয়া চোট পুনর্বাসনের ব্যায়াম না করে। গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) বোর্ডের জরুরি সভায় এ নিয়ে আলোচনা হয়। বিসিবির মেডিকেল টিম থেকে তামিমের চিকিৎসা সংক্রান্ত আদ্যোপান্ত লিখিত দেওয়া হয়েছে, যেটা দেখে অবাকই হয়েছেন পাপন।
কোমরের ব্যথার কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হয়নি তাঁর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিলেন পুরোপুরি ফিট না হয়ে। প্রথম ম্যাচ হেরে যাওয়ার পরের দিন অবাক করা কাণ্ড ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। যদিও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ২৮ ঘণ্টার ব্যবধানে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তিনি। কোমরের চিকিৎসা করে ফিট হয়ে জাতীয় দলে ফিরতে প্রধানমন্ত্রীর কাছ থেকে দেড় মাসের ছুটিও নেন তিনি।
গতকাল মঙ্গলবার বোর্ডের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বলার প্রস্তুতি নিয়ে এসেছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। কিন্তু এ প্রসঙ্গে কোনো প্রশ্ন না হওয়ায় বিষয়টি আর সামনে আনেননি তিনি। বোর্ড সভায় উপস্থিত ছিলেন এমন একজন পরিচালক বলেন, বিষয়টি জালাল ভাইয়ের বলার কথা। তিনি কেন বলেননি জানি না। মেডিকেল টিম যে রিপোর্ট দিয়েছে, তাতে তামিমের গাফিলতি পাওয়া গেছে। জালাল ভাই মেডিকেল টিম ও তামিমের সঙ্গে সব রিপোর্ট নিয়ে আলাদা মিটিং করেছেন। সেখানে মেডিকেল টিম বলেছে তাকে যে ব্যায়াম দেওয়া হয়েছিলো, তা এক দিনও করেনি। আজই প্রথম সে ব্যায়াম করেছে।
এ ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে মিটিংয়ে আলোচনা হয়েছে। একটা ভুল বোঝাবুঝি ছিলো। সেটা দূর হয়ে গেছে।