Logo
×

Follow Us

ক্রিকেট

এক নজরে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ১৫:২৯

এক নজরে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ

ক্রিকেট বিশ্বকাপ। ফাইল ছবি

এক নজরে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ
আসর: ১৩তম
ব্যাপ্তি: ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর, ২০২৩
দল: ১০টি
মোট ম্যাচ: ৪৮টি
সার্বিক তত্ত্বাবধানে: আইসিসি
স্বাগতিক: ভারত
ভেন্যু: ১০টি

অংশগ্রহণকারী ১০ দল: ভারত, ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস।

ভেন্যু পরিচিতি ও কোন ভেন্যুতে কত ম্যাচ
১. 
নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ
দর্শক ধারণক্ষমতা : ১ লাখ ৩২ হাজার
মোট ম্যাচ : ৫টি (উদ্বোধনী ও ফাইনালসহ)

২. রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, হায়দরাবাদ
দর্শক ধারণক্ষমতা : ৫৫ হাজার
মোট : ৩টি 

৩. হিমাচল প্রবেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম (এইচপিসিএ স্টেডিয়াম), ধর্মশালা
দর্শক ধারণক্ষমতা : ২৩ হাজার
মোট ম্যাচ : ৫টি

৪. অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, দিল্লি
দর্শক ধারণক্ষমতা : ৪১ হাজার ৮৪২
মোট ম্যাচ : ৫টি

৫. এম এ চিদাম্বরাম স্টেডিয়াম (চিপক স্টেডিয়াম), চেন্নাই
দর্শক ধারণক্ষমতা : ৫০ হাজার
মোট ম্যাচ : ৫টি

৬. বিআরএসএবিভি একানা ক্রিকেট স্টেডিয়াম (সংক্ষেপে একানা স্টেডিয়াম),  লক্ষ্ণৌ
দর্শক ধারণক্ষমতা : ৫০ হাজার
মোট ম্যাচ : ৫টি

৭. মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম (এমসিএ স্টেডিয়াম), পুনে
দর্শক ধারণক্ষমতা : ৩৭ হাজার ৪০৬
মোট ম্যাচ : ৫টি

৮. এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
দর্শক ধারণক্ষমতা : ৪০ হাজার
মোট ম্যাচ : ৫টি

৯. ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
দর্শক ধারণক্ষমতা : ৩২ হাজার
মোট ম্যাচ : ৫টি (একটি সেমিফাইনালসহ)

১০. ইডেন গার্ডেনস, কলকাতা
দর্শক ধারণক্ষমতা : ৬৬ হাজার
মোট ম্যাচ : ৫টি (একটি সেমিফাইনালসহ)

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫