Logo
×

Follow Us

ক্রিকেট

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ১৪:৩৫

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিতে পাকিস্তানের বিপক্ষে আবারও জ্বলে উঠতে মরিয়া অজিরা। ছবি: সংগৃহীত

জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু করলেও ভারতের কাছে আগের ম্যাচে হেরে যায় পাকিস্তান শুক্রবার (২০ অক্টোবর) টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে।

অস্ট্রেলিয়া নিজেদের প্রথম দুই হারের পর তৃতীয় ম্যাচে এসে  জয়ের দেখা পায়। টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিতে পাকিস্তানের বিপক্ষে আবারও জ্বলে উঠতে মরিয়া অজিরা। শুক্রবার ব্যাঙ্গালুরুর এম চিন্মাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার হবে গাজি টিভি ও টি-স্পোর্টসে।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সউদ শাকিল, ইফতেখার আহমেদ, উসামা মীর, মোহাম্মদ নেওয়াজ, হারিস রউফ, হাসান আলি ও শাহীন আফ্রিদি।

অস্ট্রেলিয়া একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইংলিস, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫