Logo
×

Follow Us

ক্রিকেট

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ১৪:২০

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এরপরের তিন ম্যাচে হ্যাটট্রিক পরাজয়ের ফলে ব্যাকফুটে চলে যায় টাইগাররা। অথচ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশের লক্ষ্য ছিল সেমিফাইনাল খেলা। 

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচে তাদের সামনে দুর্দান্ত দক্ষিণ আফ্রিকা। নিজেদের ফিরে পাওয়ার ম্যাচে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। 

আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস, গাজী টিভি, পিটিভি, এ স্পোর্টস, স্টার স্পোর্টস-১ ও স্টার স্পোর্টস-১ এইচডিতে।

বাংলাদেশের একাদশ

তানজীদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার একাদশ

কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রাশি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫